
খুলনা বিশ্ববিদ্যালয়ের এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের আয়োজনে আজ ০৭ আগস্ট (রবিবার) বিকাল ৩টায় সাংস্কৃতিক সপ্তাহের উদ্বোধন করা হয়। ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. সরদার শফিকুল ইসলাম আনুষ্ঠানিকভাবে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন। এসময় তিনি বলেন, শিক্ষা, গবেষণার পাশাপাশি ব্যক্তিমানসের পরিপূর্ণ বিকাশের জন্য সাংস্কৃতিক চর্চা প্রয়োজন। করোনাকাল কাটিয়ে উঠে আমরা এই প্রতিযোগিতার আয়োজন করছি। এতে শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের সুযোগ মিলবে।
উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন ডিসিপ্লিনের শিক্ষক প্রফেসর ড. ইয়ামিন কবির। এসময় ডিসিপ্লিনের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। প্রতিযোগিতার প্রথম দিনে বাংলা কবিতা আবৃত্তি, সঙ্গীত (দেশাত্মবোধক ও আধুনিক) এবং উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।