আজ ২৩ জুন (বৃহস্পতিবার) বিকাল ৩টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের শিক্ষা ও গবেষণা কমিটির উদ্যোগে ‘বাংলাদেশে বৈচিত্র্যময় ফসলের জন্য পুষ্টি ব্যবস্থাপনা’ Nutrient Management for Diversified Cropping in Bangladesh (NUMAN) শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের জীববিজ্ঞান স্কুলের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংশ্লিষ্ট স্কুলের ডিন প্রফেসর খান গোলাম কুদ্দুস।
এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের শিক্ষক প্রফেসর ড. মো. সারওয়ার জাহান এর সভাপতিত্বে সেমিনারে পাওয়ার পয়েন্টে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অস্ট্রেলিয়ার মারডক ইউনিভার্সিটির প্রফেসর ড. রিচার্ড বেল। আরও বক্তব্য রাখেন ডিসিপ্লিনের শিক্ষক প্রফেসর ড. শামীম আহমেদ কামাল উদ্দিন খান। সেমিনারে ডিসিপ্লিনের সংশ্লিষ্ট কমিটির সদস্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে একই স্থানে এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. এনামুল কবীরের সভাপতিত্বে পৃথক আরেকটি সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে পাওয়ার পয়েন্টে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক ও পিএইচডি রিসার্চ ফেলো বিধান চন্দ্র সরকার। এসময় ডিসিপ্লিনের সংশ্লিষ্ট শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।