Khulna University News
খুলনা বিশ্ববিদ্যালয়ের এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের উদ্যোগে আজ ২৮ ফেব্রুয়ারি (সোমবার) সকাল ১১টায় জীববিজ্ঞান স্কুলের ডিন অফিসে ‘Workshop on online management of SAJA with 3-way interactive interface of BanglaJOL’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর খান গোলাম কুদ্দুস।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের প্রধান (চলতি দায়িত্ব) প্রফেসর ড. সরদার সফিকুল ইসলাম। সভাপতিত্ব করেন সাউথ এশিয়ান জার্নাল অব এগ্রিকালচার এর প্রধান সম্পাদক প্রফেসর ড. মো. ইয়াছিন আলী। রিসোর্স বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাজল এর জার্নাল ম্যানেজার মো. ফাহমিদ উদ্দিন খন্দকার ও জুনিয়র আইটি অফিসার আব্দুল্লাহ আল ফয়সাল। কর্মশালার সমন্বয়ক ছিলেন সাউথ এশিয়ান জার্নাল অব এগ্রিকালচার এর নির্বাহী সম্পাদক প্রফেসর ড. শামীম আহমেদ কামাল উদ্দিন খান।
South Asian Journal of Agriculture (SAJA) এখন  Bangladesh Journals Online (BanglaJOL)- এ Indexed হয়েছে  [https://www.banglajol.info/index.php/SAJA/] । এ জার্নালটি ২০০৬ সাল থেকে প্রকাশিত হয়ে আসছে। এ পর্যন্ত ৮টি ভলিউমে ২২৫ এর অধিক আর্টিকেল প্রকাশিত হয়েছে। এখন থেকে BanglaJOL এর তত্ত্বাবধানে CrossRef প্রদত্ত DOI নাম্বার পাওয়াসহ ড়হষরহব প্ল্যাটফর্মে  3-way interactive interface (editor–reviewer–author) ব্যবহার করা যাবে বরে আশা করা যাচ্ছে।