Khulna University News

আজ ৩১ মার্চ (বৃহস্পতিবার) খুলনা বিশ্ববিদ্যালয়ের হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট (এইচআরএম) ডিসিপ্লিনের ২১ ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ ও ১৭ ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনাতনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের ডিন প্রফেসর ড. মো. নূরুন্নবী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের প্রফেসর মো. মিজানুর রহমান। সভাপতিত্ব করেন ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. তরুণ কান্তি বোস।
অনুষ্ঠানে শিক্ষকদের মধ্য থেকে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক কাজল কর্মকার। শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন ১৭ ব্যাচের আসিফা আফরিন জেমিম, ১৮ ব্যাচের নূরে আলম সিদ্দিকি, ২০ ব্যাচের মাইমুনা বিশ্বাস ও ২১ ব্যাচের  লোটাস চাকমা। অনুষ্ঠানে নবীন ও বিদায়ী শিক্ষার্থীদের ফুল এবং ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এ উপলক্ষ্যে বিকেলে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।