বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয় এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনের যৌথ আয়োজনে “মিক্সড মেথডস্ রিসার্চ এন্ড ডিসিশন মেকিং উইথ ‘আর্কজিস’ ফর স্পেশাল ডাটা এনালাইসিস এন্ড ‘আর’ এন্ড ‘এনভিভো’ ফর নন-স্পেশাল ডাটা অ্যানালাইসিস” (Mixed Methods Research and Decision Making with ‘ArcGIS’ for Spatial Data Analysis and ‘R’ and ‘NVivo’ for Non-spatial Data Analysis) শীর্ষক ৮ সপ্তাহব্যাপী অনলাইন প্রশিক্ষণ কর্মসূচি আজ ০৩ মার্চ ২০২২ খ্রিঃ তারিখ বৃহস্পতিবার বিকাল ৩টায় জুম অ্যাপের মাধ্যমে উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের সামাজিক বিজ্ঞান গবেষণা কাউন্সিলের যুগ্ম সচিব মোঃ খোরশেদ আলম। বিশেষ অতিথি ছিলেন সামাজিক বিজ্ঞান গবেষণা কাউন্সিলের উপ-সচিব কামরুজ্জামান। সভাপতিত্ব করেন নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. মোঃ আশিক উর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানের পর প্রথম দিনের প্রশিক্ষণ শুরু হয়। উক্ত প্রশিক্ষণ কর্মসূচি ৮ সপ্তাহব্যাপী এবং তা আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে।