আজ ০৬ ডিসেম্বর ২০২১ খ্রি. তারিখ সোমবার খুলনা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে ‘আউটকাম বেইজড এডুকেশন কারিকুলা এ্যান্ড কোর্স ফাইল’ (Outcome Based Eductaion Curriculum and Course File) শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে উদ্বোধন পর্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা।
তিনি বলেন, আউটকাম বেইজড বা ফলাফলভিত্তিক শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী বিষয়। এখন শিক্ষাক্ষেত্রে কেবল সিলেবাস শেষ করলেই হবে না। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে যেসব কর্মসূচি ঘোষণা করেছেন, দেশ সে লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। সেই সাথে শিক্ষাক্ষেত্রে পরিবর্তন সূচিত হয়েছে। আমাদেরকে শিক্ষাক্ষেত্রে আধুনিক প্রযুক্তি গ্রহণসহ বিশ্বমান অর্জনের পথে এগোতে হবে। তিনি আরও বলেন, দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণের বিকল্প নেই। এই আয়োজনের মাধ্যমে অংশগ্রহণকারী শিক্ষকবৃন্দ যে ধারণা লাভ করবেন তাতে কারিকুলা সময়োপযোগী করা সহজ হবে। আমরা প্রত্যাশিত পথে এগিয়ে যেতে পারবো।
আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোঃ সারওয়ার জাহানের সভাপতিত্বে কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হায়দার। পরে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের উপর ৪টি সেশন অনুষ্ঠিত হয়। এসকল সেশনে রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোঃ সারওয়ার জাহান এবং সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোঃ আশরাফুল ইসলাম। প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন স্কুলের ডিন, ডিসিপ্লিন প্রধান ও প্রত্যেক ডিসিপ্লিন থেকে তিনজন শিক্ষক অংশগ্রহণ করেন।