Khulna University News

একাডেমিক ও প্রশাসনিক প্রধানদের সাথে উপাচার্যের মতবিনিময়

খুলনা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক প্রধানদের সাথে আজ ০১ জানুয়ারি (রবিবার) মতবিনিময় করেছেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। বেলা ১১টায় শহিদ তাজউদ্দীন আহমদ ভবনের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপাচার্য বলেন, গত দেড় বছরের মধ্যে আমরা করোনা মহামারী ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের নেতিবাচক প্রভাব মোকাবেলা করে ঘুরে দাঁড়িয়েছি, যথেষ্ট অগ্রগতি অর্জন করেছি। এই অর্জন সংহত রেখে সামনে এগিয়ে যেতে হবে। তিনি বলেন, একাডেমিক ক্ষেত্রে গত বছরের সবচেয়ে বড় অর্জন আমরা ক্লাস-পরীক্ষা সময়মতো অনুষ্ঠানের পাশাপাশি ওবিই কারিকুলা সম্পন্ন করতে পেরেছি। গবেষণা এবং অন্যান্য একাডেমিক ক্ষেত্রে বরাদ্দ বেড়েছে। সব ক্ষেত্রে কাজের গতি ফিরে এসেছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ একাডেমিক ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জনে আন্তরিক প্রচেষ্টা চালিয়েছেন। এজন্য তিনি তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানান এবং একাডেমিক সংক্রান্ত বেশ কয়েকটি দিকনির্দেশনা দেন। একই সাথে উপস্থিত সকলকে খ্রিষ্টিয় নববর্ষের শুভেচ্ছা জানান। সভায় গত এক বছরের একাডেমিক, প্রশাসনিক ও ভৌত অবকাঠামোর বিভিন্ন অগ্রগতির দিক তুলে ধরা হয়।
মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী, সামাজিক বিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. মো. নাসিফ আহসান, এগ্রোটেকনোলজি ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. শামীম আহমেদ কামাল উদ্দিন খান, প্রভোস্ট কাউন্সিলের সভাপতি প্রফেসর ড. মোছা. সাবিহা সুলতানা, পরিবহন পুলের পরিচালক প্রফেসর প্রফেসর ড. শাহনেওয়াজ নাজিমুদ্দিন আহমেদ। সভা সঞ্চালনা ও সূচনা বক্তব্য রাখেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস। এসময় বিভিন্ন স্কুলের ডিন, ডিসিপ্লিন প্রধান, ছাত্র বিষয়ক পরিচালক, প্রভোস্ট ও বিভিন্ন বিভাগের পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন।
অপরদিকে আজ বিকাল ৩টায় একই স্থানে খুলনা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও শাখা প্রধানদের সাথে মতবিনিময় করেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। সেখানে তিনি কর্মকর্তাদের উদ্দেশ্যে বেশ কয়েকটি দিকনির্দেশনা দেন এবং উপস্থিত সকলকে খ্রিষ্টিয় নববর্ষের শুভেচ্ছা জানান। মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী। সভা সঞ্চালনা ও সূচনা বক্তব্য রাখেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস।
সভায় বিভাগীয় প্রধানদের পক্ষ থেকে বক্তব্য রাখেন জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক এস এম আতিয়ার রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক (চলতি দায়িত্ব) শেখ শারাফাত আলী, শাখা প্রধানদের পক্ষ থেকে সেন্ট্রাল স্টোর শাখার অতিরিক্ত রেজিস্ট্রার টিপু সুলতান, অফিসার্স কল্যাণ পরিষদের পক্ষ থেকে সভাপতি উপ-প্রধান প্রকৌশলী এস এম মনিরুজ্জামান, লিগ্যাল সেলের উপ-রেজিস্ট্রার হাওলাদার আলমগীর হাদী। এসময় বিভিন্ন বিভাগ ও শাখা প্রধানবৃন্দ উপস্থিত ছিলেন।