
তিনশত পঁয়ত্রিশ কোটি পঁয়ত্রিশ লাখ টাকা ব্যয় সাপেক্ষ ‘খুলনা বিশ্ববিদ্যালয়ের অধিকতর অবকাঠামো উন্নয়ন (১ম সংশোধিত)’ শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক নিযুক্ত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের উপ-রেজিস্ট্রার ড. মোঃ হাসানুজ্জামান। রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে এই পদে নিয়োগ প্রদান করা হয়। ইতোমধ্যে তিনি আনুষ্ঠানিকভাবে প্রকল্প পরিচালকের দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি হলেন এ প্রকল্পের প্রথম পূর্ণাঙ্গ প্রকল্প পরিচালক।