খুলনা বিশ্ববিদ্যালয়ের অধিকতর অবকাঠামো উন্নয়ন (১ম সংশোধিত) শীর্ষক প্রকল্পের অধীন মেডিকেল সেন্টার ও আইইআর ভবন নির্মাণের অগ্রগতি নিয়ে এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। আজ ১৮ অক্টোবর (মঙ্গলবার) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের শহিদ তাজউদ্দীন আহমদ ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ট্রেজারার অধ্যক্ষ অমিত রায় চৌধুরী।
সভায় ভবন দু’টি নির্মাণের অগ্রগতি ত্বরান্বিত করার ক্ষেত্রে বিদ্যমান সমস্যা, নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করা এবং উদ্ভুত কয়েকটি দিক নিয়ে পর্যালোচনা করা হয়। ঠিকাদারী প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারীগণের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, প্রকল্প বাস্তবায়ন তত্ত্বাবধান কমিটি, সংশ্লিষ্ট প্রকল্পের পরিচালক ও বাস্তবায়নকারী প্রকৌশল বিভাগের প্রকৌশলীবৃন্দ বিভিন্ন দিক তুলে ধরেন।
সভার সভাপতি পারস্পারিক সমন্বয় সাধনের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে নির্মাণকাজ বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। তিনি আরও উল্লেখ করেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন ইতোমধ্যে প্রকল্প এলাকা সরেজমিন পরিদর্শন করে নির্মাণকাজের গতি ত্বরান্বিত করার নির্দেশনা দিয়েছেন।
সভায় বক্তব্য রাখেন নির্মাণ তদারকি কমিটির সদস্য স্থাপত্য ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক মো. শেখ মারুফ হোসেন, সহযোগী অধ্যাপক এস এম নাজিমুদ্দিন, অধিকতর অবকাঠামো উন্নয়ন (১ম সংশোধিত) শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. হাসানুজ্জামান, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো. আব্দুর রাজ্জাক, উপ-প্রধান প্রকৌশলী এস এম মনিরুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।
এসময় জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) এস এম আতিয়ার রহমান, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক (চলতি দায়িত্ব) মো. খায়রুল বাসার এবং ঠিকাদারী প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারীগণ উপস্থিত ছিলেন।