
আজ ২০ মার্চ ২০২২ খ্রি. তারিখ সকাল ১১ টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের ড. সত্যেন্দ্র নাথ বসু একাডেমিক ভবনের স্থাপত্য ডিসিপ্লিনের সম্মেলন কক্ষ উঠানে দিনব্যাপী আর্ককেইউ ডিগ্রি শো-২০২২ উদ্বোধন করেন প্রধান অতিথি উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা। তিনি এক সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, দেশের ঐতিহ্যকে সমুন্নত রেখে পরিবেশ সম্মত স্থাপত্যকর্ম সৃষ্টি প্রয়োজন। খুলনা বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য ডিসিপ্লিন দেশে স্থাপত্য শিক্ষায় বিশেষ স্থান করে নিতে সক্ষম হয়েছে। দেশ বিদেশে তাদের কাজের নান্দনিকতা ও স্থাপত্যের ধরণই তাদের এই অর্জনকে এনে দিতে প্রধান ভূমিকা রেখেছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. আফরোজা পারভিন। স্থাপত্য ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. শেখ সিরাজুল হাকিমের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন আয়োজক কমিটির আহ্বায়ক প্রফেসর ড. এটি এম মাসুদ রেজা। প্রধান অতিথি শ্রেষ্ঠ অ্যাওয়ার্ডিদের হাতে সনদপত্র তুলে দেন এবং পরে ফিতা কেটে দিনব্যাপী আর্ককেইউ ডিগ্রি শো’র উদ্বোধন করেন। এরপর তিনি শিক্ষার্থীদের উপস্থাপিত বিভিন্ন স্থাপত্য নকশার মডেল ঘুরে দেখেন।