Khulna University News

খুলনা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের আয়োজনে ‘ক্যাজুয়ালিটি ইন স্ট্যাটিস্টিক এন্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স: অ্যাপ্লিকেশন্স এন্ড চ্যালেঞ্জেস’ শীর্ষক সেট টক অনুষ্ঠিত হয়। আজ ২১ জুন (বুধবার) সকাল ১০টায় স্থাপত্য ডিসিপ্লিনের সম্মেলন কক্ষ উঠান-এ অনুষ্ঠিত সেট টকে রিসোর্স পারসন হিসেবে আলোচনা করেন মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডাটা রিসার্চ এন্ড এনালাইটিক্স এর গবেষণা পরিচালক ড. ইউসুফ সরকার।
এসময় বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. কামরুল হাসান তালুকদার, পরিসংখ্যান ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. উত্তম কুমার মজুমদার, গণিত ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. মুন্নুজাহান আরা এবং সংশ্লিষ্ট স্কুলের বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।