খুবিতে ‘সি’ ইউনিটের পরীক্ষার মাধ্যমে শেষ হলো গুচ্ছ ভর্তি পরীক্ষা

346

আজ ০১ নভেম্বর ২০২১ খ্রি. তারিখ সোমবার খুলনা বিশ্ববিদ্যালয়ে ‘সি’ ইউনিটে গুচ্ছ পদ্ধতিতে দেশের ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। বেলা ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত ‘সি’ ইউনিটে ব্যবসায় শিক্ষা বিভাগের এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় উপস্থিতির হার ছিলো ৯৭ শতাংশ।
এর আগে গত ১৭ অক্টোবর থেকে ‘এ’ ইউনিট এবং ২৪ অক্টোবর ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ‘এ’ ইউনিটের ফল প্রকাশ করা হয় ২০ অক্টোবর আর ‘বি’ ইউনিটের ২৬ অক্টোবর। এ পরীক্ষার মাধ্যমে এ বছরের ২০টি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শেষ হলো।