Khulna University News

নিজের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান

খুলনা বিশ্ববিদ্যালয়ে সদ্য নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেছেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। আজ ০৯ মে (মঙ্গলবার) বিকাল ৩টায় শহিদ তাজউদ্দীন আহমদ ভবনের উপাচার্যের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপাচার্য বলেন, কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে ও স্বচ্ছতার ভিত্তিতে আপনাদের নিয়োগ দেওয়া হয়েছে। যে কারণে যোগ্য প্রার্থীরাই নিয়োগ পেয়েছেন। এখন কর্মক্ষেত্রে আপনাদের এই যোগ্যতার প্রমাণ রাখতে হবে। আপনাদের অন্য সবার থেকে যোগ্য প্রমাণ করে আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করতে হবে। নিজ নিজ দক্ষতা বৃদ্ধির সাথে সাথে প্রাতিষ্ঠানিক অগ্রগতিতে ভূমিকা রাখতে হবে।
তিনি বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় শিক্ষক-শিক্ষার্থীদের পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদের গুরুত্ব অপরিসীম। কর্মকর্তা-কর্মচারীদের ভালোভাবে বিশ্ববিদ্যালয়ের আইন-কানুন জানতে হবে। আইন দ্বারা নিজে পরিচালিত হবেন এবং প্রতিষ্ঠানকে পরিচালিত করতে হবে। তিনি আরও বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের হতে হবে স্মার্ট। আধুনিক প্রযুক্তির সাথে খাপ খাইয়ে শুধু বিশ্ববিদ্যালয় নয়, দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নত-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখতে হবে। তিনি কর্মক্ষেত্রে সময় সম্পর্কে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান।
মতবিনিময় সভা সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস। এর আগে সদ্য নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের ফুল দিয়ে বরণ করে নেন উপাচার্য।
সদ্য নিয়োগপ্রাপ্তদের মধ্য থেকে অনুভূতি ব্যক্ত করে বক্তৃতা করেন চিফ মেডিকেল অফিসার ডা. কানিজ ফাহমিদা, সেকশন অফিসার (আইটি) শেখ মো. নাবিল সাকিব ও সেকশন অফিসার প্রত্যুষা মণ্ডল রিয়া। এসময় তারা উপাচার্যসহ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন।