Khulna University news

আজ ৩১ জুলাই (রবিবার) বিকাল সাড়ে ৩টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের শহিদ তাজউদ্দীন আহমদ ভবনের চতুর্থ তলায় যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ কেন্দ্রের অফিস উদ্বোধন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন ফিতা কেটে এ অফিস উদ্বোধন করেন। অফিস উদ্বোধনের পর তিনি কেন্দ্রের অফিস ঘুরে দেখেন এবং বিভিন্ন বিষয়ে খোঁজ-খবর নেন। সেখানে তিনি এ উপলক্ষ্যে একটি কেকও কাটেন।
এসময় কেন্দ্রের সভাপতি প্রফেসর মোছাঃ তাছলিমা খাতুন, সদস্য সচিব প্রফেসর ড. মুন্নুজাহান আরা, সদস্য প্রফেসর ড. মো. আব্দুল জব্বার, প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান, প্রফেসর মো. শরীফ হাসান লিমন, এ্যাড. অলোকানন্দা দাশ, এ্যাড. সেলিনা আক্তার পিয়া উপস্থিত ছিলেন।