Khulna University News

খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (আইইআর) এর নাম পরিবর্তন করে শিক্ষা ডিসিপ্লিন এবং গবেষণা সেলের নাম পরিবর্তন করে রিসার্চ এন্ড ইনোভেশন সেন্টার করা হয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ে আচার্য প্রফুল্ল চন্দ্র রায় সেন্ট্রাল ল্যাবরেটরি ও যৌন হয়রানি নিরোধ কেন্দ্র প্রতিষ্ঠার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ২২১তম সভায় এসব সিদ্ধান্ত অনুমোদন দেওয়া হয়। এছাড়া একই সিন্ডিকেটে স্টুডেন্ট ফিডব্যাক ২০২২ রিপোর্ট অনুমোদিত হয়। এ পরিপ্রেক্ষিতে আগামী শিক্ষাবর্ষ (২০২১-২০২২) থেকে সকল ডিসিপ্লিনে স্টুডেন্ট ফিডব্যাক ফরম কার্যকর করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস স্বাক্ষরিত এক অফিস আদেশে এসব তথ্য জানানো হয়েছে।