Khulna University news

খুলনা বিশ্ববিদ্যালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ)’র আওতায় নৈতিকতা কমিটির চতুর্থ ত্রৈমাসিক সভা আজ ১৩ এপ্রিল (বৃহস্পতিবার) সকাল ৯টায় শহিদ তাজউদ্দীন আহমদ প্রশাসন ভবনের উপাচার্যের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। তিনি বলেন, সম্মিলিত প্রচেষ্টায় খুলনা বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে হবে। এজন্য নিজেদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। তাহলেই আমরা খুলনা বিশ্ববিদ্যালয়কে কাক্সিক্ষত লক্ষ্যে দেখতে পাবো।
সভায় বিগত সভার কার্যবিবরণী এবং গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নে অগ্রগতি পর্যালোচনা করা হয়। উপাচার্য যে সমস্ত ক্ষেত্রে এখনো লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি তা পূরণে সচেষ্ট হওয়ার জন্য দিক নির্দেশনা দেন। এছাড়াও সভায় বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ২০২৩-২৪ এর খসড়া প্রণয়ন করা হয়।
সভায় নৈতিকতা কমিটির সদস্য উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. কামরুল হাসান তালুকদার, ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের ডিন প্রফেসর ড. মো. নূরুন্নবী, সামাজিক বিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. আব্দুল্লাহ আবু সাঈদ খান, কমিটির সদস্য সচিব, এপিএ টিম লিডার ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস উপস্থিত ছিলেন। সভায় বিগত সভার কার্যবিবরণী এবং গৃহীত সিদ্ধান্তের বিভিন্ন দিক পাওয়ার পয়েন্টে উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের এপিএ কমিটির ফোকাল পয়েন্ট উপ-রেজিস্ট্রার এস এম আবু নাসের ফারুক।
এসময় বিশ্ববিদ্যালয়ের এপিএ কমিটির সদস্য অর্থ ও হিসাব বিভাগের উপ-পরিচালক দীপঙ্কর কুমার সাহা, প্রশাসন শাখার উপ-রেজিস্ট্রার দীপক চন্দ্র মন্ডল, অধিকতর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. হাসানুজ্জামান, সংস্থাপন-৪ শাখার উপ-রেজিস্ট্রার আব্দুল্লাহ আল মামুন, আইসিটি সেলের প্রোগ্রামার সায়রা তাসনিম রাবিতা, আইসিটি সেলের নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার অতীশ দীপঙ্কর বিশ্বাসসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।