Khulna University News

খুলনা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে ডি-নথির বিষয়ে আজ ৩০ মার্চ (বৃহস্পতিবার) তৃতীয় ধাপের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এ পর্যায়ে প্রশিক্ষণ গ্রহণ করেছেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন, উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা এবং ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরীসহ ১৭ জন।

আজ সকাল ১০টা থেকে দুপুর ১২.৩০ মিনিট পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম ভবনের মডার্ন ল্যাঙ্গুয়েজ সেন্টারের ল্যাঙ্গুয়েজ ল্যাবে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উপাচার্য, উপ-উপাচার্য ও ট্রেজারার ছাড়াও বিশ্ববিদ্যালয়ের ৮টি স্কুলের ডিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), ইনস্টিটিউট ফর ইন্টিগ্রেটেড স্টাডিজ অন দ্য সুন্দরবনস এন্ড কোস্টাল ইকোসিস্টেম (আইআইএসএসসিই), আইকিউএসি, আইসিটি সেল এবং মডার্ন ল্যাঙ্গুয়েজ সেন্টারের পরিচালক ও ডি-নথি টেকনিক্যাল কমিটির সভাপতি এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

প্রশিক্ষণে রিসোর্স পারসন হিসেবে টেকনিক্যাল সেশন পরিচালনা করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের কাউন্সিল শাখার সহকারী রেজিস্ট্রার মো. সিরাজুল ইসলাম ও আইসিটি সেলের সহকারী কম্পিউটার প্রোগ্রামার ইঞ্জি. রাহুল দেব মহালদার। গত ১৯ ও ২৮ মার্চ ডি-নথি বিষয়ে কর্মকর্তাদের দুটি ধাপে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এ নিয়ে আজ তৃতীয় ধাপের প্রশিক্ষণ শেষ হলো।