খুলনা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে জার্নাল আর্টিকেল রিভিউ শীর্ষক শিক্ষকদের দিনব্যাপী এক কর্মশালা আজ ০৬ মে (সোমবার) শহিদ সৈয়দ নজরুল ইসলাম ভবনের আইকিউএসির প্রশিক্ষণ কক্ষে অনুষ্ঠিত হয়। সকাল ৯.১৫ মিনিটে এ প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।
তিনি বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণায় উৎকর্ষের যে যাত্রা শুরু হয়েছে, তা এই কর্মশালায় অংশগ্রহণকারীদের দেখলেই বোঝা যায়। সিনিয়র শিক্ষকদের পাশাপাশি তরুণ শিক্ষকরাও এই কর্মশালায় অংশ নিয়েছেন, এটা ইতিবাচক দিক। এই কর্মশালার ফলাফল পেতে হয়ত আমাদের কিছুটা সময় লাগবে। তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের গুণগতমান নির্ভর করে গবেষণার ওপর। ২০২০-২১ সালে যেখানে গবেষণা নিবন্ধ ছিল ৫৫৯, সেখানে ২০২৩ সালে বেড়ে ১২৬৬ তে দাঁড়িয়েছে। এ ছাড়া ২০১৫ সালে এ বিশ্ববিদ্যালয়ে রিসোর্স পারসন ছিল ১৫ জন, যা ২০২৩ সালে বেড়ে দাঁড়িয়েছে ৬৪ জনে।
উপাচার্য বিশ্ববিদ্যালয়ের কোয়ালিটি অ্যাসুরেন্সের জন্য এ ধরনের কর্মশালা আয়োজনের জন্য আইকিউএসির পরিচালক, অতিরিক্ত পরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকভাবে ধন্যবাদ জানান।
আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. জগদীশ চন্দ্র জোয়ারদার। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন টেকনিক্যাল সেশনের রিসোর্স পারসন গণিত ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. হায়দার আলী বিশ্বাস। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসির উপ-রেজিস্ট্রার মো. নুরুল ইসলাম সিদ্দিকী।
উদ্বোধনী অনুষ্ঠানের পর উপাচার্য রিসোর্স পারসন হিসেবে ‘আর্টিকেল রিভিউ-বেসিকস, স্টেপস, কমপ্ল্যায়েন্স এন্ড গাইডলাইনস’ শীর্ষক একটি টেকনিক্যাল সেশন পরিচালনা করেন। এ ছাড়াও রিসোর্স পারসন হিসেবে টেকনিক্যাল সেশন পরিচালনা করেন ফার্মেসী ডিসিপ্লিনের প্রফেসর ড. শেখ জামাল উদ্দিন। এ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের ৩০ জন শিক্ষক অংশগ্রহণ করেন।