Khulna University News

খুলনা বিশ্ববিদ্যালয়ের ১৯ ব্যাচের শিক্ষার্থীদের আয়োজনে এবং ছাত্র বিষয়ক পরিচালকের দপ্তরের সহযোগিতায় আজ ০৬ এপ্রিল (বৃহস্পতিবার) ঘুড়ি উৎসব অনুষ্ঠিত হয়। বিকাল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে এ উৎসবের উদ্বোধন করেন ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর মো. শরীফ হাসান লিমন।

এসময় শিক্ষা স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর মোছা. তাছলিমা খাতুন, সহকারী ছাত্র বিষয়ক পরিচালক তালুকদার রাসেল মাহমুদ, গণিত ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক রাজু রায়সহ শিক্ষক-শিক্ষার্থী এবং বিপুল সংখ্যক দর্শনার্থী উপস্থিত ছিলেন।

উদ্বোধনের পরপরই বিভিন্ন আকার, আকৃতি ও রঙ-বেরঙের বহুসংখ্যক ঘুড়িতে আকাশ ছেঁয়ে যায়। সৃষ্টি হয় মনোরম দৃশ্যের। ঘুড়ি উৎসবের পাশাপাশি বিশেষ আকর্ষণ হিসেবে নাগরদোলা, মোরগ লড়াই, হাড়ি ভাঙা ও লাঠি খেলার আয়োজন করা হয়। এসময় দর্শনার্থীদের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের মাঠ মুখরিত হয়ে উঠে।