খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালকের দপ্তরের উদ্যোগে খ্যাতিসম্পন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান নেসলে কোম্পানি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কেন্দ্রীয় শহিদ মিনারের অদূরে লেকসাইড ওয়াকওয়ের নিকটবর্তী স্থানে একটি স্থায়ী কফিশপ চালু করেছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন আজ ২৮ জুন (মঙ্গলবার) দুপুর ২.৩০ মিনিটে ফিতা কেটে এ কফিশপের উদ্বোধন করেন। পরে তিনি এ উপলক্ষ্যে কেক কাটেন। উপাচার্য এ উদ্যোগকে স্বাগত জানান এবং এর সেবা সম্পর্কে খোঁজ-খবর নেন।
এসময় জীববিজ্ঞান স্কুলের ডিন ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের ডিন প্রফেসর ড. মো. নূরুন্নবী, ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর মো. শরীফ হাসান লিমন, সহকারী ছাত্র বিষয়ক পরিচালকবৃন্দ ও শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এর আগে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়।