Khulna University News

নিজেকে দক্ষ করে তুলতে প্রশিক্ষণের বিকল্প নেই : উপাচার্য

খুলনা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে ওরিয়েন্টেশন টুন এমএস ওয়ার্ড এন্ড এক্ষেল শীর্ষক দিনব্যাপী এক প্রশিক্ষণ আজ ২৫ মে (বৃহস্পতিবার) শহিদ সৈয়দ নজরুল ইসলাম ভবনের আইকিউএসির প্রশিক্ষণ কক্ষে অনুষ্ঠিত হয়। সকাল ৯.১৫ মিনিটে এ প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।
তিনি বলেন, প্রশিক্ষণ নিজেকে দক্ষ করে তোলে। আর প্রযুক্তি আমাদের জীবনকে সহজ-সাবলীল করে দিয়েছে। প্রযুক্তির সাথে খাপ খাইয়ে আমাদের চলতে হবে। এজন্য নিজেকে এসব বিষয়ে দক্ষ করে তুলতে হবে। না হলে আমরা পিছিয়ে পড়বো। তিনি আরও বলেন, কম্পিউটার আমাদের দৈনন্দিন অনেক কাজ সহজ করে দিয়েছে। কম্পিউটারের মাধ্যমে এমএস ওয়ার্ড ও এমএস এক্সেল ব্যবহার করে নির্ভুলভাবে কাজ করতে হবে।
উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের সুনাম শুধু শিক্ষক-শিক্ষার্থী নয়, সবার উপরই নির্ভর করে। ইতোমধ্যে আপনারা নিজেদের কর্মদক্ষতার প্রমাণ রেখেছেন। বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়নে এসব বিষয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি এ প্রশিক্ষণ আয়োজনের জন্য আইকিউএসির পরিচালক, অতিরিক্ত পরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকভাবে ধন্যবাদ জানান।
আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হায়দারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো. মতিউল ইসলাম। উদ্বোধনপর্ব সঞ্চালনা করেন আইকিউএসির উপ-রেজিস্ট্রার মোঃ নুরুল ইসলাম সিদ্দিকী। উদ্বোধনী অনুষ্ঠানের শেষে উপাচার্যের কর্মমেয়াদের দুই পূর্তিতে আইকিউএসির পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
দিনব্যাপী অনুষ্ঠিত এ প্রশিক্ষণে রিসোর্সপার্সন হিসেবে বিষয়ভিত্তিক অন্যান্য সেশনগুলো পরিচালনা করেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের প্রফেসর ড. কামরুল হাসান তালুকদার, আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. জগদীশ চন্দ্র জোয়ারদার, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের প্রফেসর ড. রামেশ্বর দেবনাথ, আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হায়দার। প্রশিক্ষণ শেষে বিকালে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। এ প্রশিক্ষণে ৩০ জন শিক্ষক অংশগ্রহণ করেন।