Khulna University News

খুলনা বিশ্ববিদ্যালয় বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) কমিটির এক সভা আজ ৩০ আগস্ট (মঙ্গলবার) বেলা ১২টায় সাড়ে ৩টায় শহিদ তাজউদ্দীন আহমেদ ভবনের উপাচার্যের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।
সভায় ২০২২-২০২৩ এর বার্ষিক কর্মসম্পাদন চুক্তি, সেবা প্রদানের ক্ষেত্রে রেজিস্টার বই চালু ও সেবাগ্রহীতার মতামত সংরক্ষণ, কর্মকর্তা/কর্মচারীদের শুদ্ধাচার, সেবা প্রদান, অভিযোগ প্রতিকার ব্যবস্থা এবং জিআরএস সফটওয়্যার, তথ্য অধিকার বিষয়ক, ৪র্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় বিষয়ভিত্তিক কর্মশালা আয়োজন, স্টেকহোল্ডারগণের সমন্বয়ে অবহিতকরণ সভা আয়োজন সংক্রান্ত অগ্রগতিসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
খুলনা বিশ্ববিদ্যালয় এপিএ কমিটির সভাপতি ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুসের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন আইসিটি সেলের পরিচালক প্রফেসর ড. কাজী মাসুদুল আলম, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) এস এম আতিয়ার রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক (চলতি দায়িত্ব) শেখ শারাফাত আলী, বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মোঃ হাসানুজ্জামান, অর্থ ও হিসাব বিভাগের উপ-পরিচালক দীপঙ্কর রায়, প্রশাসন শাখার উপ-রেজিস্ট্রার দীপক চন্দ্র মন্ডল, একাডেমিক শাখার উপ-রেজিস্ট্রার কাকলী রহমান, সহকারী প্রোগ্রামার (আইটি) সায়রা তাসনিম রাবিতা প্রমুখ। সভা সঞ্চালনা করেন এপিএ কমিটির ফোকালপার্সন কাউন্সিল শাখার উপ-রেজিস্ট্রার এস এম আবু নাসের ফারুক।