Khulna University News

খুলনা বিশ্ববিদ্যালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ)’র দ্বিতীয় ত্রৈমাসিক অগ্রগতির প্রতিবেদন (অক্টোবর থেকে ডিসেম্বর ২০২২) সম্পর্কে এক আলোচনা সভা আজ ২৯ ডিসেম্বর (বৃহস্পতিবার) সকাল ৯.৩০ মিনিটে শহিদ তাজউদ্দীন আহমদ ভবনের উপাচার্যের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। সভায় ই-গভর্ন্যান্স ও উদ্ভাবন, অভিযোগ প্রতিকার ব্যবস্থা, সেবা প্রদান প্রতিশ্রুতি বাস্তবায়ন, তথ্য অধিকার, জাতীয় শুদ্ধাচার কৌশল ২০২২-২৩ এর অগ্রগতিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। উপাচার্য এ বিষয়ে বেশ কয়েকটি দিকনির্দেশনা দেন।
বিশ্ববিদ্যালয়ের এপিএ টিম লিডার ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আইসিটি সেলের পরিচালক প্রফেসর ড. কাজী মাসুদুল আলম, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) এস এম আতিয়ার রহমান, অধিকতর অবকাঠামো উন্নয়ন (১ম সংশোধিত) শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. হাসানুজ্জামান, অর্থ ও হিসাব বিভাগের উপ-পরিচালক দীপংকর কুমার সাহা, একাডেমিক শাখা-২ এর উপ-রেজিস্ট্রার কাকলি রহমান, প্রশাসন শাখার উপ-রেজিস্ট্রার দীপক কুমার মন্ডল, সংস্থাপন-৪ শাখার উপ-রেজিস্ট্রার মো. আব্দুল্লাহ আল মামুন, আইসিটি সেলের সেকশন অফিসার ইঞ্জি. ফারুক হোসেন উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের এপিএ কমিটির ফোকাল পয়েন্ট উপ-রেজিস্ট্রার (কাউন্সিল) এস এম আবু নাসের ফারুক।
অপরদিকে বেলা ১২টায় শহিদ তাজউদ্দীন আহমদ ভবনের সম্মেলন কক্ষে এপিএ’র আওতায় আবশ্যকীয় কৌশলগত উদ্দেশ্যসমূহের বিভিন্ন কর্মপরিকল্পনার অংশ হিসেবে সেবা প্রদান প্রতিশ্রুতি বিষয়ে স্টেকহোল্ডারদের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের এপিএ টিম লিডার ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস। সভা সঞ্চালনা ও এপিএ’র বিভিন্ন দিক পাওয়ার পয়েন্টে উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের এপিএর ফোকাল পয়েন্ট উপ-রেজিস্ট্রার (কাউন্সিল) এস এম আবু নাসের ফারুক। সভায় সেবা প্রদান প্রতিশ্রুতির বিভিন্ন বিষয় পাওয়ার পয়েন্টে উপস্থাপন করেন সংশ্লিষ্ট কমিটির ফোকাল পয়েন্ট উপ-রেজিস্ট্রার (সংস্থাপন-৪) মো. আব্দুল্লাহ আল মামুন। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল, বিভাগ ও শাখার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।