শিক্ষার্থীদের বহুমুখী জ্ঞানে দক্ষ করে তুলতে হবে : উপাচার্য

বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ (বিএইচটিপিএ) এর অধীনে ডিজিটাল উদ্যোক্তা ও উদ্ভাবন ইকোসিস্টেম ডেভেলপমেন্ট (ডিইআইডি) প্রকল্পের আওতায় খুলনা বিশ্ববিদ্যালয়ে ইউনিভার্সিটি ইনোভেশন হাব (ইউআইএইচপি) এর পরিচিতি ও মতবিনিময় সভা আজ ১৮ ফেব্রুয়ারি (মঙ্গলবার) অনুষ্ঠিত হয়। বেলা ১১টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।
তিনি বলেন, সময়ের চাহিদা পূরণে শিক্ষার্থীদের বহুমুখী জ্ঞানে দক্ষ করে তুলতে হবে। যাতে শিক্ষালব্ধ জ্ঞান পেশাগত জীবনে কাজে লাগাতে পারে। এজন্য প্রচলিত কারিকুলামে নতুনত্ব আনতে হবে। তিনি আরও বলেন, সমৃদ্ধশালী দেশ গড়তে খুলনা বিশ্ববিদ্যালয়ের সকল ডিসিপ্লিনে ‘এন্টারপ্রিনিউরশিপ’ বিষয়ে সার্টিফিকেট কোর্স চালু করা যেতে পারে। শিক্ষার্থীরা বিষয়ভিত্তিক পড়াশোনার পাশাপাশি উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে সার্বিক দিক-নির্দেশনা ও পরামর্শ পেলে নিজেরাই আত্মকর্মসংস্থান সৃষ্টি করতে পারবে।
মতবিনিময় সভায় ইউনিভার্সিটি ইনোভেশন হাব প্রোগ্রামের ৭টি পিলার ও বিশ্ববিদ্যালয়ে ‘এন্টারপ্রিনিউরশিপ’ বিষয়ে কোর্স চালুরর নানা দিক তুলে ধরেন ইনোভেশন এন্ড স্টার্টআপ স্পেশালিস্ট ড. অনন্য রায়হান। অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন ইউআইএইচপি’র ফোকাল পয়েন্ট ও খুলনা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার, সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের প্রফেসর ড. জি এম আতিকুর রহমান।
এ মতবিনিময় সভায় খুলনা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুলের ডিন, ডিসিপ্লিন প্রধান ও বিভাগীয় পরিচালকবৃন্দ উপস্থিত থেতে তাদের মতামত তুলে ধরেন।