Khulna University News

আজ ১৪ মার্চ (সোমবার) খুলনা বিশ্ববিদ্যালয়ের গণিত ডিসিপ্লিনের উদ্যোগে “Mathematics Unites” প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক গণিত দিবস পালিত হয়। দিবসটি উপলক্ষ্যে সকাল সাড়ে ৯টায় ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মুন্নুজাহান আরার নেতৃত্বে ক্যাম্পাসে এক শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের অধিকাংশ সড়ক প্রদক্ষিণ করে।

সকাল ১০.১৫ মিনিটে স্টুডেন্টদেরকে গণিতে আগ্রহী করে তোলার জন্য গণিত ডিসিপ্লিনে একটি কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিজয়ী প্রথম পাঁচজনকে পুরস্কৃত করা হয়। পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন গণিত ডিসিপ্লিনের নাহিদ আনাম, রনি মিত্র ও সৈয়দ শাহাজালাল, ইলেক্ট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের ইশরার মাহমুদ জিদান এবং কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের তারিক আবিদ। প্রতিযোগিতায় মোট ৯১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। পরে দিবসটি উপলক্ষ্যে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।