Khulna University News

খেলাধুলা মনের বিশালতা তৈরি করে, হতাশামুক্ত করে : উপাচার্য

খুলনা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা চর্চা বিভাগের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আন্তঃডিসিপ্লিন ফুটবল প্রতিযোগিতা শুরু হয়েছে। আজ ১৭ আগস্ট (বুধবার) সকাল ১০.১৫ মিনিটে প্রধান অতিথি হিসেবে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, আজকের শিক্ষার্থীরা ভবিষ্যতের দেশ গড়ার হাতিয়ার। শিক্ষার্থীরা সবসময় চ্যালেঞ্জ নিতে পছন্দ করে। তবে সেই চ্যালেঞ্জ হতে হবে গঠনমূলক। তিনি বলেন, খেলাধুলা মনের বিশালতা তৈরি করে। মনকে প্রফুল্ল করে, হতাশামুক্ত করে। যারা খেলাধুলায় অংশ নেয় তারা বিশেষ যোগ্যতা সম্পন্ন হয়ে থাকে। তাদের চিন্তাশক্তি, দর্শন, শারীরিক ও মানসিক সক্ষমতা সবকিছুই অন্যরকম হয়।
তিনি আরও বলেন, মাঠে খেলার সময় আমাদের সংযত হতে হবে। ফেয়ার প্লে’র মাধ্যমে যাতে এই প্রতিযোগিতা সম্পন্ন হয় সেদিকে খেয়াল রাখতে হবে। মাঠে উভয় দলকেই প্রতিযোগিতামূলক নৈপূণ্য প্রদর্শনের পাশাপাশি খেলোয়াড় সুলভ আচরণ ধরে রাখতে হবে। বিশ্ববিদ্যালয়ে গত ৮-১০ বছর ধরে বন্ধ থাকা অ্যাথলেট এবছরই আয়োজন করা হবে বলে উপাচার্য উল্লেখ করেন। উদ্বোধনের পর তিনি খেলোয়াড়দের সাথে পরিচিত হন ও কুশল বিনিময় করেন। পরে ফুটবলে কিক করে উপাচার্য প্রতিযোগিতার উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা। তিনি বলেন, বিভিন্ন দিক থেকে বিচার করলে খেলাধুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শারীরিক ফিটনেসের পাশাপাশি মানসিক প্রশান্তি ও নেতৃত্বদানের অভিজ্ঞতা অর্জিত হয়। আজ যুব সমাজ যে অবস্থার মধ্যে আছে তা থেকে উত্তরণে খেলাধুলা জোরদার জরুরি।
সম্মানিত অতিথির বক্তব্য রাখেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস। সভাপতিত্ব করেন শারীরিক শিক্ষা চর্চা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. আহসান হাবীব। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংশ্লিষ্ট বিভাগের উপ-পরিচালক মো. মঈনুল ইসলাম। এসময় সংশ্লিষ্ট ডিসিপ্লিন প্রধান, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।