Khulna University News

খুলনা বিশ্ববিদ্যালয়ের কবি জীবনানন্দ দাস একাডেমিক ভবনের সামাজিক বিজ্ঞান স্কুলের কনফারেন্স কক্ষে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে আউটকাম বেইজড এডুকেশন (OBE) ভিত্তিক কারিকুলা টেমপ্লেট তৈরির বিষয় নিয়ে ৪ দিনব্যাপী ওরিয়েন্টেশন আজ ১৩ এপ্রিল (বুধবার) সমাপ্ত হয়েছে।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের এ সংক্রান্ত গাইডলাইন অনুসরণ, বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক (BNQF) ও বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিল (BAC) শর্তপূরণের অভিলক্ষ্যে এ সভার আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের কোর্স কারিকুলা তৈরির ক্ষেত্রে বৈশ্বিকমানের সাথে সঙ্গতি রেখে আন্তর্জাতিক প্রতিষ্ঠানের স্বীকৃতি অর্জনসহ শিক্ষাকে আরও প্রয়োজনমুখী, যুগোপযোগী করা ও শিক্ষার্থীদের জ্ঞানার্জনের অভিলক্ষ্যে সৃজনশীলতা, উদ্ভাবন ও মানবিক দিকগুলো অন্তর্ভুক্তিতে গুরুত্ব দেওয়া হয়। খুলনা বিশ্ববিদ্যালয়ের সকল ডিসিপ্লিনের কারিকুলা যাতে ওবিই ভিত্তিক হয় সে বিষয়ে অন্তর্ভুক্তির জন্য এ সভার আয়োজন করা হয়।
আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হায়দার সংশ্লিষ্ট বিষয় নিয়ে পাওয়ার পয়েন্টে বক্তব্য উপস্থাপন করেন। অনুষ্ঠানের শেষ দিনে ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন, আইন, শিক্ষা ও চারুকলা স্কুলের অধীন ৭টি ডিসিপ্লিনের শিক্ষকগণ এ সভায় অংশ নেন।
এ সময় ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের ডিন প্রফেসর ড. মো. নূরুন্নবী, আইন স্কুলের ডিন প্রফেসর ড. মো. ওয়ালিউল হাসানাত ও চারুকলা স্কুলের ডিন প্রফেসর ড. নিহার রঞ্জন সিংহ, আইকিউএসির অতিরিক্ত পরিচালক যথাক্রমে প্রফেসর ড. মো. মতিউল ইসলাম, প্রফেসর ড. জগদীশ চন্দ্র জোয়ার্দার এবং সহযোগী অধ্যাপক মোঃ মোস্তাফিজুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত ওরিয়েন্টেশনের চারদিনে ২৯টি ডিসিপ্লিনের মোট ৮৭ জন শিক্ষক অংশ নেন।