Khulna University News

খুলনা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত কেইউ স্টাডিজ জার্নালের সদ্য প্রকাশিত ভলিউম ২০(১) (জানুয়ারি-জুন ২০২৩) এর মোড়ক উন্মোচন করা হয়েছে। আজ ৩১ আগস্ট (বৃহস্পতিবার) দুপুরে প্রধান অতিথি হিসেবে মোড়ক উন্মোচন করেন স্টাডিজের এডিটর ইন চিফ উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।
এসময় খুলনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, কেইউ স্টাডিজের এডিটরিয়াল বোর্ডের এক্সিকিউটিভ এডিটর প্রফেসর ড. মোঃ আজহারুল ইসলাম, এডিটর প্রফেসর ড. শেখ জামাল উদ্দিন, প্রফেসর ড. মো. হায়দার আলী বিশ্বাস, প্রফেসর ড. খো. মাহফুজ উদ দারাইন ও প্রফেসর ড. শেখ জুলফিকার হোসেন উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন স্থাপত্য ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক মো. শেখ মারুফ হোসেন, উপাচার্যের সচিব সঞ্জয় সাহা ও কেইউ স্টাডিজের উপ-রেজিস্ট্রার বেগম সামছুন্নাহার।
উল্লেখ্য, কেইউ স্টাডিজের সদ্য প্রকাশিত ভলিউম ২০(১) এ ১২টি গবেষণা নিবন্ধ স্থান পেয়েছে।