খুবিতে ‘লোকজ্ঞান এবং সমসাময়িক কপিরাইট নীতি’ শীর্ষক সেমিনার

খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম বলেছেন, আইন সম্পর্কে পরিপূর্ণ জনসচেতনতার অভাবে অহরহ কপিরাইট ও পাইরেসির ঘটনা ঘটছে। এজন্য কপিরাইট আইনের প্রয়োগ ও জনসচেতনতা বৃদ্ধিতে প্রচার অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। কারণ, কপিরাইট আইন না মানা অন্যায়। কপিরাইটের অধিকার-অনধিকার বিষয়ে সকলের জানা দরকার। উন্নত দেশগুলোতে কঠোরভাবে এ আইন মানা হলেও বাংলাদেশে এখনও এটি দৃশ্যমান হয়নি।

আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বেলা ১১টার দিকে খুলনা বিশ্ববিদ্যালয়ের ইউআরপি লেকচার থিয়েটারে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের বাংলাদেশ কপিরাইট অফিস আয়োজিত ‘লোকজ্ঞান এবং সমসাময়িক কপিরাইট নীতি’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের রিসার্চ আর্টিকেল পাবলিকেশনের ক্ষেত্রে কতটুকু কপি করা যাবে, সে সম্পর্কে ইউজিসির একটি নীতিমালা রয়েছে। সেই নীতি ভঙ্গ করলে শাস্তিমূলক ব্যবস্থা, অর্থদণ্ড এবং চাকরিচ্যুতির বিধান রয়েছে। তিনি বলেন, মৌলিক সৃষ্টিকর্মের মালিকানা বা সত্ত্বাধিকারী নিশ্চিত করাই হচ্ছে কপিরাইট। যখন কোনো ব্যক্তি সাহিত্য বা যেকোনো লেখা, শিল্পকর্ম, সংগীত, চলচ্চিত্র, স্থাপত্য, আলোকচিত্র, ভাস্কর্য, লেকচার, কম্পিউটার প্রোগ্রাম, নকশাসহ যা কিছু মৌলিকভাবে তৈরি করেন, তখন এর প্রতি সম্পূর্ণ তাঁরই অধিকার রয়েছে। তাঁর কৃতকর্মের প্রতি সম্মান রেখেই কপিরাইট আইন মেনে চলা উচিত। তিনি বিশ্ববিদ্যালয় পর্যায়ে একাধিক কোর্স চালুর মাধ্যমে কপিরাইট আইন বিষয়ে শিক্ষাদানের বিষয়ে গুরুত্বারোপ করেন।

রেজিস্ট্রার অব কপিরাইটস (অতিরিক্ত সচিব) মো. দাউদ মিয়া এনডিসি এর সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের আইন স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. নাসিফ আহসান ও সংশ্লিষ্ট ডিসিপ্লিনের প্রধান পুনম চক্রবর্ত্তী। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সুপ্রিম কোর্টের এ্যাডভোকেট ও আইপি বিশেষজ্ঞ তাসলিমা জাহান। সেমিনারে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুদ্রণ ও প্রকাশনা বিভাগের খণ্ডকালীন শিক্ষক কপিরাইট বিশেষজ্ঞ খান মাহবুব। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের আইন ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক কাজী মুরাদ হোসেন। স্বাগত বক্তব্য রাখেন কপিরাইট ডেপুটি রেজিস্ট্রার (যুগ্ম সচিব) আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক।

অনুষ্ঠান সঞ্চালনা করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের আইন ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক তানিয়া সুলতানা। সেমিনারে খুলনা বিশ্ববিদ্যালয়, নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি এবং নর্দান ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।