Khulna University News

খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন বলেছেন, খুলনাসহ দেশের বিভিন্ন স্থানে অবস্থিত ঐতিহ্যবাহী স্থাপনা ভেঙ্গে ফেলার আগে তার প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিক গুরুত্ব বিবেচনায় নেওয়া উচিৎ। প্রাচীন স্থাপনাগুলো ইতিহাসের অমূল্য উপাদান। এর রয়েছে প্রত্নতাত্ত্বিক ও স্থাপত্যভিত্তিক গুরুত্ব। তাই এসব স্থাপনা ভেঙ্গে ফেলার আগে সংশ্লিষ্ট দপ্তর বা সংস্থার নজরে আনা দরকার। খুলনা বিশ্ববিদ্যালয়ে সফররত প্রত্নতত্ত্ববিদ ও হেরিটেজ নিয়ে বিশ্বব্যাপী কর্মরত বিশেষজ্ঞদের একটি প্রতিনিধিদল উপাচার্যের সাথে সৌজন্য সাক্ষাতকালে তিনি একথা বলেন। উপাচার্য বলেন, খুলনা শহরে এবং আশপাশে, এমনকি সুন্দরবনেও কয়েকশ বছরের বহু পুরাতন স্থাপনা ছিলো। কিন্ত সেসব ভেঙ্গে ফেলা হয়েছে। সেখানে নতুন স্থাপনা তৈরি হচ্ছে। ফলে কালের অতলে হারিয়ে যাচ্ছে ঐতিহ্য ও ইতিহাসের উপাদান। তিনি প্রতিনিধিদের স্থাপনার পাশাপাশি প্রাচীন বৃক্ষের ঐতিহ্য সংরক্ষণের আহবান জানান। প্রতিনিধিদলের সদস্যবৃন্দ তাদের কার্যক্রমের উদ্দেশ্য ও লক্ষ্য ব্যক্ত করে বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য ডিসিপ্লিনের মাধ্যমে শিক্ষক-শিক্ষার্থীদের এসব বিষয়ে দক্ষ করে তোলার জন্য কর্মশালার আয়োজন করা হয়েছে। এর ফলে এ বিষয় নিয়ে একসাথে কাজ করার সুযোগ হবে। প্রত্নতত্ত্ব স্থাপত্যবিদ্যার অন্যতম শাখা। এছাড়া সাইক বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্যগুলো তাদের ওয়েবসাইটে ও প্রকাশনায় তুলে বাংলাদেশের ঐতিহ্য স্থাপনা সম্পর্কে বিশ্ববাসীর সামনে তুলে ধরবে। এসময় বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. আফরোজা পারভীন, স্থাপত্য ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. শেখ সিরাজুল হাকিম, প্রফেসর ড. খন্দকার মাহফুজ-উদ-দারাইন, সহযোগী অধ‌্যাপক ড. এটিএম মাসুদ রেজা, সহযোগী অধ্যাপক মো. শেখ মারুফ হোসেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ‌্যালয়ের সহযোগী অধ‌্যাপক মোহাম্মদ নুরুক কবির ভুইয়া। উপস্থিত ছিলেন।
এর আগে আজ সকাল ১০টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য ডিসিপ্লিনের লেকচার থিয়েটার-উঠান এ ‘থ্রিডি ডকুমেন্টেশন অব কালচারাল হেরিটেজ’ শীর্ষক কর্মশালার উদ্বোধন করা হয়। কর্মশালায় বক্তব্য রাখেন বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. আফরোজা পারভীন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ মোজাম্মেল হক। কর্মশালায় থ্রিডি ডকুমেন্টস উপস্থাপন ও বিস্তারিত আলোচনা করেন সানফ্রাসিস্কোভিত্তিক আন্তর্জাতিক সারির বেসরকারি সংস্থা সাইআর্ক (ঈুধৎশ) এর প্রধান ফিল্ড ক্যাপচার ক্রিস্টোফার ক্যানডেল মিলবার্ন এবং ফিল্ড ক্যাপচার স্পেশালিস্ট রব ক্যাসেক। কর্মশালাটি সঞ্চালনা করেন স্থাপত্য ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. শেখ সিরাজুল হাকিম। এসময় সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।