Khulna University News

আজ ১৩ জুন (সোমবার) সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) আয়োজিত সংশোধিত উন্নয়ন প্রকল্পের মে-২০২২ পর্যন্ত অগ্রগতি পর্যালোচনা সভা ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়। ইউজিসি সদস্য প্রফেসর ড. মুহাম্মদ আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের সচিব মো. আবু বক্কর ছিদ্দীক। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সংশোধিত উন্নয়ন প্রকল্পের মে-২০২২ পর্যন্ত অগ্রগতি উপস্থাপন করেন ইউজিসির পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের অতিরিক্ত পরিচালক ড. দূর্গা রানী সরকার। সভায় ইউজিসির সচিব ড. ফেরদৌস জামানসহ ৪২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট প্রতিনিধিবৃন্দ এ অনুষ্ঠানে সংযুক্ত ছিলেন।
এ সভায় খুলনা বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন প্রকল্পের অগ্রগতি সম্পর্কে বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। পাওয়ার পয়েন্টে অগ্রগতি উপস্থাপন করেন অধিকতর উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. হাসানুজ্জামান। সভায় পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) মু. মাহবুবুস সোবহান, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) এস এম আতিয়ার রহমান, প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) এস এম মনিরুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।